ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক মহাত্মা গান্ধী। তিনি ২ অক্টোবর, ১৮৬৯ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন।
তার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারত ও বিশ্বজুড়ে তিনি মহাত্মা ও বাপু নামেই অধিক পরিচিত।
তিনি ভারতের একজন প্রধান রাজনীতিবিদ, অহিংস আন্দোলনের পথিকৃৎ ও একজন আধ্যাত্মিক নেতা।
২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় তার জন্মদিন ২রা অক্টোবর-কে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা।
এই মহান ব্যক্তি ৩০ জানুয়ারি, ১৯৪৮ সালে নয়াদিল্লীতে গুলিতে নিহত হন।
তার একটি অমর বাণী
“লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাতেই গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছানোতে নয়।”